অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার হারউড পয়েন্ট কোস্টাল থানার ৮ নম্বর এলসিডি ঘাট এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । মৃত বেক্তির পরিচয় জানতে ছবি নিয়ে পুলিশ আশে পাশের থানা গুলীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল বেলায় স্থানীয় বাসিন্দারা এলসিডি ঘাটে এলে মুড়িগঙ্গা নদীর চড়ায়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। তবে মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। স্থানীয়দের প্রাথমিক অনুমান, নদীর জোয়ারে ভাসতে ভাসতে মৃতদেহটি এলসিডি ঘাটে চলে এসেছে। তবে মৃত ব্যক্তি কে, কোথায় তাঁর বাড়ি সে বিষয়ে পুলিশ তার তদন্ত শুরু করেছে। মৃত বেক্তির ছবি নিয়ে পুলিশ আশে পাশের থানা গুলীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন থানাতে নিখোঁজের কোন অভিযোগ দায়ের হয়েছে কি না তা ও ক্ষতিয়ে দেখছে পুলিশ।