নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৬শে নভেম্বর :অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকায়।
সোমবারের ব্যস্ত সকাল, হঠাৎই বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পরে থাকতে দেখেন বাস চালক ও কন্ডাকটররা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কিভাবে এই জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় এই মৃতদেহ এলো বুঝে উঠতে পারছেন না কেউই। খবর দেওয়া হয় বহরমপুর থানায়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কি ভাবে এই মৃতদেহ এখানে এলো তার তদন্তে নেমেছে পুলিশ।
Home Uncategorized অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকায়