অতিরিক্ত পণের দাবীতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা , ৮ ই ডিসেম্বর :বিয়ের পরও অতিরিক্ত পণের দাবীতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কাছারী পাড়া এলাকার ঘটনা। শ্বশুর বাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্তরা।

জানা গিয়েছে ২০১০ সালে বেলডাঙা থানার কাছারী পাড়া এলাকার বাশিন্দা ব্যবসায়ী অভিজিৎ দাসের সাথে বিয়ে হয় বহরমপুরের খাগড়ার বাশিন্দা রীতা সাধুর। বিয়ের সময় পন হিসাবে নগদ এক লক্ষ টাকা, সোনার গহনা, খাট,আলমারি সহ যাবতীয় সমস্ত কিছু দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই রীতা সাধুর উপর অতিরিক্ত পণের দাবীতে শারীরিক ও মানসিক নির্জাতন চালানো হতো বলে অভিযোগ। বছর তিনেক আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন রীতা সাধু, অভিযোগ এরপরই তাঁর উপর বাড়তে থাকে নির্জাতন। সম্প্রতি কয়েকদিন আগে রীতা সাধুকে বাবার বাড়ি থেকে পুনরায় ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার কথা পরিবারকে জানান রীতা সাধু। শুক্রবার রীতা সাধুর শ্বশুর বাড়ি থেকে ফোনে তাঁর বাবার বাড়িতে জানান হয় সে অসুস্থ্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি আছে। খবর পেয়ে হাসপাতালে এসে পরিবারের সদস্যরা দেখতে পান মৃতদেহ পরে রয়েছে রীতা সাধুর, আর শ্বশুর বাড়ির সকলে পলাতক। ঘটনায় বেলডাঙা থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ