অধ্যক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

নিজস্ব সংবাদদাতা,সালার, ১৪ ই ডিসেম্বর : বৃহস্পতিবার মুর্শিদাবাদের সালার মুজাফর আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ।দীর্ঘক্ষণ ধরে চলে ঘেরাও ও অবস্থান বিক্ষোভ চলবে।
বুধবার বি এ প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং তাতে দেখা যায় ইতিহাস বিষয়ে ৪০ জন ছাত্রের ফল R. A. এসেছে। সাধারণত পরীক্ষা সেন্টারে নকল করতে গিয়ে ধরা পরলে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপকরা সেই ছাত্র কে R. A করে দেন। ছাত্রদের দাবী অন্যায় ভাবে এতগুলো ছাত্রর ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এই অন্যায়ের সদুত্তর পাব ততক্ষণ পর্যন্ত আমরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখব প্রয়োজন অনশনে বসব।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান ছাত্রদের দাবী উপযুক্ত। ফল প্রকাশের পর আমি এই ফল দেখে আমি অবাক হয়েছি যে আমার কলেজের ইতিহাস বিষয়ের ৪০ জন ছাত্র কে R. A.করা হয়ছে । ছাত্রদের দাবী উপযুক্ত আমি এই বিষয়ে ইউনিভার্সিটির সঙ্গে কথা বলেছি ঘটনার বিষয় জানিয়ে মেল ও করেছি এখনও কোন উত্তর আসে নি এলে ছাত্রদের বলতে পারব।