লক্ষ্মী পুজোর রাতে বন্ধুদের সাথে জুয়া খেলে ছিল ছেলে। তা জানতে পেরে বকাবকি করে মা। এরপরই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক। মালদা থানার কাদির পুর গ্রামের ঘটনা। মালদা থানার কাদির পুরের বাসিন্দা কৃষ্ণ মন্ডল (২২)। অভিযোগ লক্ষ্মী পুজোর দিন পাড়ার বন্ধু-বান্ধবের সাথে জুয়া খেলে ছিল সে। এই নিয়ে তার মা বকাবকি করে। এরপরই বাড়ির ভেতরে সে বিষ পান করে। এই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।টানা 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করার পর মঙ্গলবার ভোর বেলা তার মৃত্যু হয়।মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে মালদা থানার পুলিশ। গ্রামে রয়েছে শোকের ছায়া।