নদীয়ার কল্যাণী থানার মাঝেরচরের একটি কারখানায় শনিবার রাতে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিভিন্ন নামি কোম্পানির প্রচুর পরিমান নকল সুগন্ধি তেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে কারখানার মালিক পলাতক। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি আকতার আলি জানিয়েছেন, কল্যানী থানার মাঝেরচরের ওই কারখানায় বিভিন্ন নামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে নকল সুগন্ধি তেল তৈরি করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপনসূত্রে এই খবর পেয়ে রাতেই তাঁরা সেখানে হানা দেন। প্রায় লক্ষাধিক টাকারও বেশি মালপত্র উদ্ধার করা হয়। পাশাপাশি নকল তেল তৈরীর সরঞ্জাম, স্টিকার, বোতল, রাসায়নিক উদ্ধার করে ডিআইবি।