অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে ভাঙড়ে কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধর!

অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে ভাঙড়ে কনস্টেবলকে রাস্তায় ফেলে মারধর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা -ফের আক্রান্ত পুলিশ। এবার ভাঙড়ের পোলেরহাটে। জমি সংক্রান্ত বিবাদকে ঘিরে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মার খেল পুলিশ। সুশান্ত ঘোষ নামে এক কনস্টেবলকে রাস্তায় ফেলে চড়, কিল, ঘুসি মারার অভিযোগ উঠল।

গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের পোলেরহাটের নাটাপুকুর জমি নিয়ে বিবাদ থেকে সংঘর্ষে জড়ায় রসিদ মোল্লা , নাসিরুদ্দিন মোল্লা, জাহাঙ্গির মোল্লারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই অভিযুক্তকে আটক করে। তাদের গাড়িতে তোলার সময়ই একাংশ গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

মাটিতে ফেলে কিল, চড়, ঘুসি হয় কলকাতা পুলিশের কনস্টেবলকে। সেই সুযোগে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা। এমনকী পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। পরে আরও বাহিনী পৌঁছে পুলিশকে মারধরের ঘটনায় দু’জনকে আটক করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিবেশ।কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হরিনাম সংকীর্তনে গোলমাল থামাতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত হয়েছিল পুলিশ। তারও আগে হুগলির পান্ডুয়ায় আক্রান্ত হয়েছিল পুলিশ। তার অব্যহতির পরে বীরভূমের তিন তিন বার আক্রান্ত হয়েছে পুলিশ। এবার ভাঙড়ে আক্রান্ত কলকাতা পুলিশ।ওয়াকিবহাল মহলের মতে, এগুলি কোনওটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। একাংশ গ্রামবাসীর মধ্যে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, যা যথেষ্ট উদ্বেগের বলে মত সংশ্লিষ্ট মহলের সৃষ্টি করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top