অ্যান্টার্কটিকায় উচ্চ তাপমাত্রার রেকর্ড। পৃথিবীর দক্ষিণ মেরুর শুভ্র বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকা। তীব্র শীতের জন্যই বিশ্বব্যাপী পরিচিত এই মহাদেশের। তবে এবার বরফ আবৃত এই মহাদেশেই হলো উচ্চ তাপমাত্রার রেকর্ড। গরমের সময় সাধারণত মহাদেশটির দক্ষিণাঞ্চলের তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে। বছরের এই সময় যেখানে তাপমাত্রা থাকার কথা শূণ্যের নিচে সেখানে চলতি মাসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস বেশি লক্ষ করা গেছে। অ্যান্টার্কটিকায় তাপমাতার বৃদ্ধির পাশাপাশি এবার সমুদ্রের বরফও ধ্বসে পড়েছে রেকর্ড হারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার জানিয়েছে, ১৯৭৯ সালের পর এবার প্রথমবারের মতো গত ফেব্রুয়ারির শেষের দিকে ২০ লাখ বর্গ কিলোমিটার সমুদ্রের বরফ ধ্বসে গেছে মহাদেশটিতে। আর এতো পরিমাণ বরফ ধ্বসের পরেই মহাদেশটির তাপমাত্রাও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
আর ও পড়ুন ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে মালদহে আমের ফলন
ফরাসি আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এতিয়েন কাপিকিয়ান এক টুইটবার্তায় বলেন, শুক্রবার অ্যান্টার্কটিকার ৯ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত ডোম সি কনকর্ডিয়া গবেষণা বেজে রেকর্ড মাইনাস ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (১১.৩ ফারেনহাইট) তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে। ভূ-বিজ্ঞানী জোনাথন উইল এক টুইট করে জানান, কনকর্ডিয়া সর্বকালের রেকর্ড দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলেছে এবার। যেটি গত বছর প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলের তাপদাহের সমতুল্য। অথচ এখানে কখনোই এমন হওয়ার কথা না।