অ্যাম্বুলেন্স চালককে মারধরের প্রতিবাদে ধর্মঘটে সামিল মশালদহ বাজার হাসপাতালের নিশ্চয় যান চালকরা

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪শে নভেম্বর :মালদার হরিশ্চন্দ্রপুর এর মশালদহ গ্রামীণ হাসপাতালের নিশ্চয় জান চালককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের অভিযোগ। প্রতিবাদে অ্যাম্বুলেন্স ধর্মঘটে সামিল মশালদহ বাজার হাসপাতালের নিশ্চয় যান চালকরা। সমস্যায় পড়েছে রোগী এবং রোগীর আত্মীয়রা।
হরিশ্চন্দ্রপুর মশালদহ বাজার হাসপাতাল থেকে রোগী নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নিশ্চয় যান চালক আব্দুল সামাদ। রোগী ভর্তি করাতে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যান। এমার্জেন্সি গেটের সামনে গাড়ি রেখে কেন ভেতরে গেছেন এই নিয়ে তার সাথে বিবাদ বাধে দুই ব্যক্তির। অভিযোগ সেই সময় ওই দুই ব্যক্তি হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে ওই গাড়িচালককে মারধরের পাশাপাশি তার সমস্ত টাকা-পয়সা ছিনতাই করে নেয়। চিকিৎসক ও কর্তব্যরত হাসপাতাল কর্মীদের তৎপরতায় মুক্ত হন ওই নিশ্চয় যানচালক। এরপর শুক্রবার বিষয়টি ম শাল দহ বাজার হাসপাতালে অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের জানান তিনি। ঘটনার লিখিত অভিযোগ ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে করার পাশাপাশি আন্দোলনে নেমেছেন তারা। অভিযুক্তদের শাস্তি না হলে ধর্মঘট চালিয়ে যাবেন তারা বলে দাবি। এর ফলে সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্তদের পরিচয় চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।