আইএসএলের পঞ্চম মরশুমে এটিকে’র অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ম্যানুয়েল ল্যাঞ্জারোট। বৃহস্পতিবার দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হল ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের হাতে।
আগামী ২৯ সেপ্টেম্বর আইএসএল’র পঞ্চম সংস্করণের প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে এটিকে। তার আগে বৃহস্পতিবার হয়ে গেল জার্সি আত্মপ্রকাশ। জার্সি আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগামী মরশুমে আইএসএলে ইস্ট-মোহন দুই প্রধানের অংশগ্রহণ নিয়ে নিজের মতামত জানান এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মরশুমে ভাল কিছু করার তাগিদ নিয়েই মাঠে নামবে দু’বারের চ্যাম্পিয়নরা। নতুন মরশুমে ডাগ আউটে বসে এটিকে’র দায়িত্ব সামলাবেন স্টিভ কপেল। কপেলের প্রশিক্ষনেই প্রথম মরশুমে রানার্স হয়েছিল কেরল ব্লাস্টার্স। গত মরশুমে আবির্ভাবে জামশেদপুর সিটি এফসি পঞ্চম স্থানে শেষ করেছিল কপেলের প্রশিক্ষণে। এবার এটিকে’র গুরুদায়িত্ব বর্তেছে এই ইংরেজ কোচের উপর।