আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হ’ল বাম সংগঠন ডি.ওয়াই.এফ.আই.- মুর্শিদাবাদ জেলা কমিটির কর্মী সমর্থকরা

রাজ্য সরকারের দুর্নীতি ও কেন্দ্র সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে রাজ্য জুড়ে সরব হ’ল এবার বাম সংগঠনগুলি। মূলত ফসলের ন্যায্য মূল্যের দাবীর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ কৃষকদের সমস্ত প্রকার ঋণ মুকুবের দাবীতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বৃহস্পতিবার এই আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার সারা রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে সামিল হ’ল বাম সংগঠন ডি.ওয়াই.এফ.আই.- মুর্শিদাবাদ জেলা কমিটির কর্মী সমর্থকরা।

 

এদিন দুপুরে বহরমপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে দলের কর্মী সমর্থকরা উপস্থিত হয় জেলা প্রশাসনিক ভবনে। পুলিশের বাধা না মেনে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে দফায় দফায় ধ্বস্তাধস্তি হয় পুলিশের সাথে দলীয় কর্মী সমর্থকদের। পরে এস.ডি.ও- সদর মহকুমাশাসকের নির্দেশে গ্রেফতার করা হয় আন্দোলনকারীদের। তবে সকল আন্দোলনকারীদের জেলে রাখা সম্ভব নয় বলে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাদের। এদিনের এই আন্দোলন কর্মসূচি সফল হওয়ায় জেলা প্রশাসনিক ভবন চত্তর থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।