আইন অমান্য কর্মসূচির পথে নামলো অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

সাশ্রয় হওয়া টাকা দিয়ে মাশুল না কমিয়ে- গ্রাহকদের প্রতারিত করার বিরুদ্ধে- এবং বিদ্যুতের ৫০ শতাংশ মাশুল কমানোর দাবিতে আইন অমান্য কর্মসূচির পথে নামলো অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিদ্যুতের বিল না দিতে পারায় ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জেলার কৃষকদের। ফলে প্রতিপদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষকরা। মূলত এরই প্রতিবাদে বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন চত্তরে জমায়েত হয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ.বি.ই.সি.এ. সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা। বিশেষত কৃষকদের সুবিধার্থে অবিলম্বে সকল দাবী না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে পথে নামবে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন- বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।