বর্ধমান – আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত আইক্রিম বিক্রেতাকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ।ঘটনা পূর্ব বর্ধমানের নান্দুরের। সোমবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, তিন-চারদিন আগে একটি ইটভাটায় অভিযুক্ত আইসক্রিম বিক্রি করতে আসে।
সেখানেই ওই শিশুকন্যাকে আইসক্রিম দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। ইটভাটার কর্মীরা দেখতে পেয়ে তাকে স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যান। ওষুধের দোকানের মালিক খতিয়ে দেখতেই সন্দেহ হয়। তখন তিনি শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তবে হাসপাতালে না নিয়ে ওই দোকান থেকে ব্যথার ওষুধ কিনে ফিরে যান ইটভাটার কর্মীরা। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের পরামর্শে পরে শিশুটির পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বর্ধমান মহিলা থানার আধিকারিকরা। শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এরপর ওই ইটভাটায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোমবার সকালে অভিযুক্ত সুভাষ বিশ্বাস ওরফে সাধুকে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।
