আগামীকাল ২১ শে জুলাই উপলক্ষ্যে শহীদদের উদ্দেশ্যে তর্পণ করা হবে

আগামীকাল ২১ শে জুলাই উপলক্ষ্যে শহীদদের উদ্দেশ্যে তর্পণ করা হবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:- আগামীকাল ২১ শে জুলাই শহীদ দিবস। ১৯৯৩ সালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ১৩ জন শহীদের প্রান গিয়েছিল, ২০৬ জন আহত হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। আগামীকাল তাদের উদ্দেশ্যে তর্পণ করা হবে।

সেই কারণে এদিন নোনাপুকুর ট্রাম ডিপো থেকে একটি ট্রামের সূচনা করা হয়। যে ট্রাম টি নোনাপুকুর ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ধর্মতলা স্ট্যান্ড হয়ে গরিয়াহাট পর্যন্ত যাবে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভ্রমণ করবে ।এই একুশের জুলাইয়ের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে আরো একবার এই ভাবাবেগ কে জাগিয়ে তোলার প্রয়াস। এদিন এই নোনাপুকুর ট্রাম ডিপোতে উপস্থিত ছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়, ঋতব্রত এবং আই এন টি টি ইউসি এর সাধারণ সম্পাদক দেবাশীষ দে। প্রসঙ্গত গতকালই দেবাশীষ দের ওপর আক্রমণ চালানো হয়। শারীরিকভাবে তার অবস্থা মোটেও ভালো নয়। সেই অবস্থা নিয়েও এদিন তিনি এখানে উপস্থিত ছিলেন । শোভন দেব চট্টোপাধ্যায় জানান একুশে জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল তাকে স্মরণ রেখেই প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। আগামী কাল তার ভার্চুয়াল শহীদ দিবস পালন করা হবে। শুধুমাত্র রাজ্যজুড়ে নয় রাজ্যের বাইরে ত্রিপুরা আসাম উত্তর প্রদেশ তামিলনাড়ু এমনকি গুজরাটের ভার্চুয়াল সভার দেখানো হবে ।এবারের শহীদ দিবসের মূল উদ্দেশ্য 2024 এ কেন্দ্র থেকে স্বৈরাচারী ক্ষমতাবান শাসন ব্যবস্থা বিজেপিকে দূর হটাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top