নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ১৭ই নভেম্বর :ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতের নাম মুর্তুজ সেখ(৩৫)। তার বাড়ি হরিহরপাড়া থানার তাজপুর গ্রামে।শুক্রবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।এদিন সুত্র মারফৎ হরিহরপাড়া থানার পুলিশ খবর পায় স্বরুপপুর এলাকায় একটি ইট ভাটার কাছে মোটর বাইক নিয়ে এক ব্যক্তি সন্দেহ জনক ভাবে গ্রেপ্তার করে।
তার কাছে তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোটর বাইকটিও। ধৃতকে শনিবার বহরমপুর আদালতে তোলা হয়েছে।