আতসবাজি প্রদর্শন ও নরনারায়ান সেবার আয়োজন করল হরিহরপাড়া থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজা কমিটির সদস্যরা

0
68


আতসবাজি প্রদর্শন ও নরনারায়ান সেবার আয়োজন করল হরিহরপাড়া থানাপাড়া সার্বজনীন শ্যামাপুজা কমিটির সদস্যরা । শনিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার মাঠে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি কার্তিক মাজি, পুজা কমিটির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সম্পাদক সুফল হালদার সহ এলাকার বিশিষ্ট জনেরা। এদিনের আতসবাজি প্রদর্শন ও গন নরনারায়ন সেবায় এলাকার বহু মানুষ অংশ নেন।পুলিশ জনতা সুসম্পর্ক বজায় রাখতে এদিন নিজে হাতে প্রসাদ বিতরন করেন ওসি কার্তিক মাজি