ভাইরাল- আবার বিপত্তি স্পেসএক্সের রকেটে। বৃহস্পতিবার মাঝ আকাশে ভেঙে পড়ল আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থার তৈরি ‘স্টারশিপ’-এর উপরের অংশ। তার ধ্বংসাবশেষ ধেয়ে আসে পৃথিবীর দিকে। বিপত্তি এড়াতে আমেরিকার একাংশে বিমান পরিষেবাও ব্যাহত হয়। এই নিয়ে এ বছর দ্বিতীয় বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’-এর উপরের অংশ। রকেটটি মাস্কের মঙ্গল গ্রহ অভিযানের জন্য প্রস্তুত করা হচ্ছে। পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছিল সেটি।
টেক্সাসের বোকা চিকা উৎক্ষেপণকেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ‘স্টারশিপ’ উৎক্ষেপণ করে স্পেসএক্স। ‘স্টারশিপ’-এর অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল সেটি। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ, আগুনের গোলা নীচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে। স্পেসএক্সের লাইভ স্ট্রিমেও সেই দৃশ্য ধরা পড়ে। বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়েছে।
ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, স্টারশিপের উপরের অংশে থাকা ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে অনিয়ন্ত্রিত ভাবে ঘুরতে শুরু করার কিছু ক্ষণ পরেই তা ভেঙে পরে। আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়ে। সঙ্গে কালো ধোঁয়া। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে দক্ষিণ ফ্লরিডা এবং বাহামার আকাশ থেকে দ্রুত গতিতে আগুনের গোলার মতো সেই ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে আসতে থাকে। স্পেসএক্সের রকেট ভেঙে পড়ায় ফ্লরিডা এলাকায় বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বিপত্তি সত্ত্বেও বৃহস্পতিবারের পরীক্ষা খানিকটা হলেও সফল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ, এই নিয়ে তৃতীয় বার উৎক্ষেপণের পর রকেটের বুস্টার পুনরুদ্ধার সম্ভব করেছে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা, যা পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।
