আবেগে ‘লক্ষ্মণরেখা’ পেরিয়ে পুরুষ গায়কের গলা জড়িয়ে ফেলেছিলেন সৌদি আরবের এক মহিলা। এই ছিল তাঁর ‘অপরাধ’। এরপর ওই মহিলাকে গ্রেফতার করে পুলিস। ঘটনাটি ঘটেছে শুক্রবার সৌদির তাইফ শহরের এক কনসার্টে। পুলিসে এসে ছাড়ানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। যদিও ‘দ্য প্রিন্স অব আরব সিঙগিং’ নামে পরিচিত মোহান্দিস মহিলার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।