নিজস্ব সংবাদদাতা,মালদা , ৭ই ডিসেম্বর :আমবাগানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালদা থানার সাহাপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ওই যুবকের নাম বচ্চন হালদার(২৩)। বাড়ি হবিবপুর থানার কলাই বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে সাহাপুর এলাকায় এক আত্মিয়র বাড়িতে এসেছিল।হঠাৎই এদিন সাত সকালে বাড়ির পাশের আমবাগান তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। তবে সে স্নায়ু রোগে ভুগছিলেন। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।