‘আমরা কি আপনাদের দাস?’ পশ্চিমাদের প্রতি ইমরানের প্রশ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তারা পশ্চিমা দেশগুলোর ‘দাস’ নন। এ কারণে কোনো কিছু বললেই তা অক্ষরে অক্ষরে পালন করতে তারা বাধ্য নন। এক বক্তব্যে ইমরান ইসলামাবাদভিত্তিক পশ্চিমা দূতদের সমালোচনা করেন। গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানানোর জন্য পশ্চিমা দেশগুলোর দূতেরা চাপ প্রয়োগ করেছেন উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, পাকিস্তান তাদের ‘দাস’ কিনা? সোমবার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
আর ও পড়ুন নতুন করে গজিয়ে ওঠা মদের ঠেক ভেঙে দিলো পুলিশ
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ২২টি মিশনের প্রধান গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করেন। ওই চিঠিতে ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে এক রাজনৈতিক র্যালিতে ইমরান খান বলেন, ‘আপনারা আমাদের কি মনে করেন?
আমরা কি আপনাদের দাস, যে আপনারা যা-ই বলবেন আমরা সেটা করবো?’ পশ্চিমা দেশগুলোর পুরানো মিত্র হিসেবে পরিচিত হলেও জাতিসংঘের ওই নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বলতে চাই: আপনারা কি একই ধরনের চিঠি ভারতকেও পাঠিয়েছেন?’ ওই প্রস্তাবে ভোট দেয়নি ভারতও। বিষয়টি সবার নজরে আনেন তিনি। ইমরান খান জানান, কাশ্মিরে পদক্ষেপের জন্য ইউরোপের দেশগুলো ভারতকে নিন্দা জানাচ্ছে না।