হলদিয়া- শেষ কয়েক বছর বসন্ত উৎসবের আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে। আম্রকুঞ্জ যেন হয়ে উঠেছে এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের দোল উৎসব বা বসন্ত উৎসব নিয়ে সবাই ওয়াকিবহাল। শান্তিনিকেতনের একটুকরো প্রতিচ্ছবি প্রতিবছর দোলের দিন ভেসে ওঠে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জ বসন্ত উৎসবে।
প্রভাত ফেরী, নাচ, গান, আবৃত্তি মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হয় মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে।মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে প্রতিবছর বসন্ত উৎসব আয়োজন করে মহিষাদল প্রেস কর্নার। মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব এ বছর ১৬ বছরে পা দিল। অনুষ্ঠানে প্রায় ৪০০ র বেশি শিল্পী অংশ গ্রহণ করবেন।
নিরাপত্তার দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়,পাশাপাশি পুরো প্রাঙ্গণ ঘিরে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়।আগের বছরে ভিড় ছড়িয়েছিল দেড় লক্ষ,এই বছর সেই ভিড় কোন জায়গায় পৌঁছায় সেই নিয়ে প্রশ্ন রয়েই যায়।
