যুবকের অস্বাভিক মৃত্যু। মৃতের নাম- সামিম আক্তার (২৬)। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার আল-ইসলা মিশনের হোস্টেলে। মৃত যুবক রানিনগর থানার লালচাদাবাদ গ্রামের বাসিন্দা।পরিবার সূত্রে জানান, ডোমকলে থেকে ডিএড কোর্স করছিল। পাশাপাশি আল ইসলা মিশনে শিক্ষক্ষকতা করতেন। বুধবার সাড়ে ১১ টা নাগাদ হোস্টেলের ঘরে গলাই দড়ি আত্মহত্যা করেন।বন্ধুরা জানান, একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। তার ঘরে একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে।