নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর, ৬ই ডিসেম্বর :জনবহুল বাজারে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ইসলামপুর বাজার এলাকার ঘটনা। আহত খালেক সেখ নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করে স্থানীয় মানুষজন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সুত্রের খবর পেশায় লরি মালিক খালেক সেখ নামে ওই ব্যক্তি ইসলামপুরের থানাপাড়া এলাকার বাসিন্দা। এলাকার একটি জলাশয় দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেশকিছু দুষ্কৃতিদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন ওই ব্যবসায়ী বলে জানা গিয়েছে।এদিন সন্ধ্যায় মেয়েকে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি, সেই সময় জনাকয়েক দুষ্কৃতি তার উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অনুমান। ঘটনায় এদিন সন্ধ্যায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আহত ব্যক্তির পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।