ইসলামপুরে ছেলের হাতে খুন হলেন বাবা l ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে l মা বাবার মধ্যে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা l মদ্যপ বাবা সোমবার বাড়ি ফিরেমায়ের উপর অত্যাচার করে এই অভিযোগে ছেলে শেখ আলী ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিস্টার শেখের l অভিযুক্ত ছেলে পলাতক l পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য l