কলকাতা- এটিএম প্রতারণার অভিযোগ যাদবপুরের পর এবার ঠাকুরপুকুর ।
অভিযোগ, ঠাকুরপুকুর থানা এলাকার একটি রাষ্ট্রাযত্ত ব্যাঙ্কের এটিএমে কার্ড ভরলে মেশিনে আটকে রয়ে যাচ্ছে। কাউন্টারের দেওয়ালে লেখা ইঞ্জিনিয়রের নম্বরে ফোন করলেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে থানায় অভিযোগও জমা পড়েছে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত সাধারণ মানুষ। তাঁদের কথায়, ‘রোজগারের টাকা সুরক্ষিত রাখতে ব্যাঙ্কে রাখেন মানুষ। সেই ব্যাঙ্ক থেকেই যদি টাকা খোওয়া যায়, তাহলে কোথায় যাবেন আমজনতা?’
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে। গতমাসে যাদবপুরের কালিকাপুরে স্টেট ব্যাঙ্কের স্টেডিয়াম শাখা সংলগ্ন এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দুই গ্রাহক সাইবার প্রতারণার ফাঁদে পড়েছিলেন বলে অভিযোগ। খোয়া গিয়েছে প্রায় দেড় লক্ষ টাকা।
একই ঘটনার পুনরাবৃত্তি , এরপরে এটিএমে টাকা তুলতে যাওয়া কতখানি সুরক্ষিত, সেই প্রশ্নও উঠছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কী ঘটেছিল গত রাতে? এক গ্রাহকের অভিযোগ, শুক্রবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকার এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। কার্ড পাঞ্চ করতেই সেটি মেশিনের মধ্যে লক হযে যায়। কী করবেন বুঝে উঠতে না পেরে, এটিএম কাউন্টারের পাশের দেওয়ালে লেখা থাকা ইঞ্জিনিয়রের নম্বরে ফোন করেন। এরপরই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
