একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য. মঙ্গলবার সকালে পারুই থানার মহুলা গ্রামে একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সম্পর্কে তিনজন বাবা মা ও ছেলে । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল, সোমবার রাতে ছেলে দীপ পাত্রের সঙ্গে অশান্তি বেঁধেছিল তাঁর। তারপরই মঙ্গলবার বেলা হয়ে গেলেও পাত্র দম্পতি ও তাঁদের ছেলে, কারও সাড়া শব্দ পাওয়া যায়নি।
তাতেই সন্দেহ হয়। ফলে পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকি করে। এরপরই ঘর থেকে উদ্ধার হয় প্রশান্ত পাত্র, তাঁর স্ত্রী তৃপ্তি পাত্র ও ছেলে দীপের দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছে দেহ। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেখানে ৭ জনের নাম রয়েছে বলে খবর।ঘটনা প্রসঙ্গে মৃতার দাদা কাশীনাথ ঘোষের দাবি, বিষ খাওয়ার পর তাঁর বোন অর্থাত্ তৃপ্তিদেবী ফোন করেছিলেন তাঁকে। পারিবারিক অশান্তির কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন – তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারি লাল সংকেত
পাশাপাশি কোথায় সুইসাইড নোট রাখা রয়েছে তাও বলেন। বধূর বাপের বাড়ির লোকেরা জানান, প্রায়দিনই তৃপ্তির সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের অশান্তি হত। তাঁরা অনেকবার মেটানোর চেষ্টা করেছেন কিন্তু কোনও লাভ হয়নি। তাঁদের দাবি, অশান্তির কারণেই বিষ খেয়েছে ওই তিনজন। সেকথা নাকি নিজেই জানিয়েছেন তৃপ্তি। পারুই থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারের সদস্যদের সঙ্গে।