একই পরিবারে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল মুর্শিদাবাদ জেলা জর্জ আদালত

একই পরিবারে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল মুর্শিদাবাদ জেলা জর্জ আদালত। ২০০৯ সালে মুর্শিদাবাদে রেজিনগর থানার শক্তিপুরের ঘটনা। প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় সাক্ষী গোপাল ঘোষ নামে এক ব্যক্তিকে। বাবাকে বাঁচাতে গেলে এলোপাথাড়ি কোপানো হয় ছেলেকেও। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ছেলের। পরিবারের বাকি সদস্যদেরও খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে থানায় মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের ১ জন পলাতক, ৫ জনকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ। এরপর জেল হেপাজতে ১ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার অভিযুক্ত চার জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সৌগত চক্রবর্তী। নৃশংস ভাবে খুনের ঘটনায় আইনের দ্বারস্থ হয়ে দীর্ঘ নয় বছর পর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের সুবিচারে স্বভাবতই খুশি মৃতের আত্মীয় পরিজন।