কলকাতা – ২১ জুলাই ঘিরে রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন?—এই প্রশ্ন ঘিরে চলছিল জল্পনা। শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই সেই জল্পনাকে আরও উস্কে দেন দিলীপ।
তবে তার কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষের দফতর থেকে একটি ফেসবুক পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২১ জুলাই তিনি থাকছেন খড়্গপুরেই। ওইদিন ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা’-র আয়োজন করবেন তিনি। এই সভায় তৃণমূল কংগ্রেসের ‘রক্তের রাজনীতির’ শিকার ২৫০-র বেশি বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
ফেসবুক পোস্ট অনুযায়ী, সোমবার ২১ জুলাই, দুপুর ৩টে থেকে খড়্গপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির চত্বরে এই সভা অনুষ্ঠিত হবে। দিলীপ ঘোষ নিজে সভায় উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। ওইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর থাকলেও তাঁর কোনও কর্মসূচিতে ডাক পাননি দিলীপ। এই বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, একুশে জুলাই তাঁর ‘ভিন্নধর্মী’ কর্মসূচি নিয়েও রহস্য জিইয়ে রাখেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিলীপ ঘোষের এই পৃথক কর্মসূচি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব আরও স্পষ্ট করছে। শহীদ দিবসের দিনেই পাল্টা ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা’ করে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির ময়দানে নিজের সক্রিয় উপস্থিতি আবারও জানান দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
তবে একুশে জুলাইয়ের দিন শেষ পর্যন্ত কী বার্তা নিয়ে হাজির হন দিলীপ ঘোষ, তা ঘিরে নজর থাকবে রাজ্য রাজনীতির অনেকেরই।
