দূর্গা পূজা কমিটির টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে হাতের কেটে নেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে গাজোল থানার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাবল গ্রামে। আক্রান্ত প্রৌঢ় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের গাজোল থানায়।
আক্রান্ত প্রৌঢ়র অভিযোগ, গত কয়েক বছর ধরে সাবল গ্রামে দুর্গাপূজা উপলক্ষে ঘটপূজা হয়। অথচ সেই দুর্গাপূজার নাম করে গ্রামে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা চাঁদা তুলে অভিযুক্তরা। তিনি এও জানিয়েছেন শাবল গ্রামের পরিবর্তে পূজা করা হোক পাশের বামনগ্রামে। পুজোর নামে টাকা আত্মসাতের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বুধবার রাতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়াও হয় তার উপর। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়র নাম, নারায়ন মণ্ডল(৬২)। অভিযুক্ত উত্তম সরকার,বুলেট সরকার ও সুকুমার সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
এক প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে হাতের কেটে নেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে
এক প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে হাতের কেটে নেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram