পুলিশ সুপারের বাংলো থেকে মাত্র ১৫০ মিটার দূরত্বে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। মৃতের নাম শিশির মন্ডল। বাড়ি ওই এলাকাতে ই। মৃতের বাবা ভীম মন্ডলের অভিযোগ এলাকার জমি মাফিয়ারা তার ছেলেকে খুন করেছে।
তার অভিযোগ এলাকার জমি মাফিয়ারা তাদের বাড়িটি কেনার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ দিচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যেবেলা তার ছেলে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। তার মাথায় গুলি করে খুন করা হয়েছে তাকে। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।