এক যুবককে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে, বহরমপুরের কৃষ্ণমাটি এলাকায় ঘটনা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের স্ত্রীকে মারধোরের অভিজোগ
সুত্রের খবর বহরমপুর থানার আখেরমিলের বাশিন্দা বছর ২৭ এর যুবক তাপস ব্যাদের বিয়ে হয় বহরমপুরের কৃষ্টমাটি এলাকায়। বিয়ের পর থেকেই ওই যুবক শ্বশুর বাড়িতেই থাকতো। তাপস ব্যাদ ও মিতালি ব্যাদের একটি পুত্র সন্তান রয়েছে। শনিবার সকালে তাপস ব্যাদের শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে জানানো হয় তাদের ছেলে অসুস্থ এবং সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখেন তাপস ব্যাদের মৃত্যু হয়েছে। কিভাবে বুঝে উঠতে পারছেন না কেউই। মৃতের ভাইয়ের অভিযোগ তার দাদাকে খুন করেছে তার শ্বশুর বাড়ি সদস্যরা। এদিন হাসপাতালে গেলে মৃতের স্ত্রীকে মারধোর করা হয় বলে অভিযোগ