এক লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ।শনিবার ভোররাতে বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় সংলগ্ন এলাকায়। গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার করে জাল নোট। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল ভিম মণ্ডল (২০) ও পলাশ মণ্ডল (১৯)। তাদের বাড়ী বৈষ্ণবনগর থানার চর সুজাপুর এলাকায়। দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ টাকার জাল নোট। সবগুলিই দুই হাজার টাকার নোট। পুলিশের প্রাথমিক অনুমান জালনোট গুলি কাউকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তারা। ধৃত দুই জনকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করে ও পুলিশ ৭ দিন হেফাজতে আবেদন করে বৈষ্ণবনগর থানার পুলিশ।
এক লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ
এক লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram