নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১জঙ্গিপুর শহরে মোহাম্মদপুর গ্রামে তথা জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সংলগ্ন রাজ্য সড়কের পার্শ্বে একটি ট্রান্সফর্মার বীভৎসভাবে আগুন লেগে যায় যেখান দিয়ে হাজার হাজার মানুষের দিবারাত্রি চলাচল। জঙ্গিপুরে বারংবার এ ধরনের ঘটনা ঘটার সত্ত্বেও জঙ্গিপুরের মানুষের দাবী জঙ্গিপুরের মত মাটিতে এখন পর্যন্ত একটি ফায়ার ব্রিগেড গড়ে উঠলো না কেনো।

যেখানে জঙ্গিপুরের মানুষ বলছেন এখান থেকে আমরা তাবড় তাবড় নেতাদেরকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে দিল্লির আসনের পাঠিয়েছি তা সত্যও ফায়ার ব্রিগেড গড়ে উঠল না। এই ধরনের আওয়াজ উঠেছে জনসাধারণের মুখে। অগ্নি নির্বাপন গাড়ি না আসা পর্যন্ত জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ প্রশাসন আগুন নেভানোর কাজ চালিয়ে গিয়েছে।



















