ট্রাভেল এজেন্সি খুলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা

ট্রাভেল

ট্রাভেল এজেন্সি খুলে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা।ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের।ওই এজেন্সির কর্মীরাও প্রতারিত হয়েছে বলে অভিযোগ।তারাও স্যালারি পায়নি।আজ সকালে দেখা যায় সেক্টর ফাইভের ওই অফিস উঠে গেছে।কেউ ফোন ধরছে না।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

অভিযোগ,প্রতারিতরা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে যে সার্কি ট্রাভেলস নামে একটি এজেন্সি বিভিন্ন দেশে অনেক কম খরচায় থাইল্যান্ড, দুবাই, মলদ্বীপ, বালি, গোয়া সহ বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে।এই বিজ্ঞাপন দেখে বিভিন্ন মানুষ তারা ঘুরতে যাওয়ার জন্য যোগাযোগ করে।এবং সেই ঘুরতে যাওয়ার জন্য কেউ পুরো টাকা পেমেন্ট করে বা কেউ অর্ধেক পেমেন্ট করে।

 

১৫ ই মার্চের পর থেকে ঘুরতে যাওয়া শুরু হওয়ার কথা।কিন্তু গত দুদিন ধরে এই এজেন্সির কর্মীরা দেখতে পায় এজেন্সির কর্ণধার থেকে শুরু করে মেন মাথা দের মোবাইল সুইচ অফ।তখন তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে।এর পর কর্মীরাই বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে যারা ঘুরতে যাওয়ার জন্য টাকা দিয়েছিল।তাদের সব কিছু জানানো হয়।

 

আর ও পড়ুন       ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর

 

আজ সকালে যখন অফিসে এসে দেখে অফিস বন্ধ অফিসের সব কিছু নিয়ে চলে গেছে।তখন তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে কারণ এই কর্মীরাও তাদের এক মাসের স্যালারি টাকা পায়নি।তখন সকলকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আসতে বলে।

 

সেই মত যারা ঘুরতে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা ও কর্মীরা থানায় আসে।এবং একটি অভিযোগ দায়ের করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই চক্রের সাথে কারা কারা জড়িত, মেন মাথা কে ছিল সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।