এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম স্টল ভেঙে দিয়েছে রেল, তোলপাড় সৃষ্টি করেছে

এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম স্টল ভেঙে দিয়েছে রেল, তোলপাড় সৃষ্টি করেছে

শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্মের বিক্রেতাদের স্টল অবশেষে ভেঙে দিল রেল ও আরপিএফ। বারবার নোটিশ দিয়েও স্টল সরানো না হলে রেলওয়ে এই সিদ্ধান্ত নেয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি নতুন স্টলের জন্য বিক্রেতারা টেন্ডার পাঠান। রেলওয়ে পুরোনো স্টল বদলে নতুন স্টল বসছে। আর এতেই কপালে ভাঁজ পড়ে পুরনো বিক্রেতাদের। পঁচিশ বছর ধরে স্টেশনে স্টল চালানো বিক্রেতারা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। শুক্রবার সকালে, প্রচুর সংখ্যক আরপিএফ এবং জিআরপিএফ কর্মীদের নিয়ে রেল সেই স্টলগুলি ভেঙে দেয়। ফলে শতাধিক বিক্রেতা পরিবার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এদিকে, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন বিক্রেতারা এবং আইএনটিটিইউসি পুরানো বিক্রেতাদের স্টল দেওয়ার দাবি তুলেছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। শুক্রবার, নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রায় 10টি স্টল ভেঙে দেওয়া হয়েছিল। এই ঘটনায় সকাল থেকেই নিউ জলপাইগুড়ি থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আগেও নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিক্রেতারা স্টলগুলি সরিয়ে না নেওয়ায় আজ স্টলগুলি ভেঙে দেওয়া হয়েছে।