বিনোদন- বি-টাউনের মতো টলিউডেও তারকা সন্তানদের রমরমা রয়েছে। ‘স্টার কিড’ বলে শুধু না, অনেকেই নিজের দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকা পক্ত জায়গা করেছেন। জল্পনা ছিল অনেক দিন ধরেই। এবার সেই জল্পনা আরও জোরালো হয়েছে। সপ্তাহের শুরুর দিনেই স্টুডিওপাড়া সরগরম, সেই খবরে। গুঞ্জন, এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।
ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির হাত ধরে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর ব্যানারেই নাকি ডেবিউ করবেন প্রসেনজিৎ-অর্পিতা পুত্র ‘মিশুক’। যদিও কোন পরিচালকের ছবিতে তাঁকে দেখা যাবে, কিংবা ওপেনিং ইনিংসে তাঁর বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনও জানা যায়নি। এমনকী প্রযোজক বা অভিনেতা একই বিষয়টিতে এখনও সিলমোহর দেননি।
তৃষাণজিতের ইন্ডাস্ট্রিতে আসা নিয়ে চর্চা শুরু হয়, সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ছবির সেটে তাঁর উপস্থিতির কারণে। সেই সঙ্গে শোনা যায়, অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। টিনসেল টাউনের যে কোনও পার্টি বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাবার সঙ্গে হাজির থাকেন তৃষাণজিৎ। এমনকী বাবা- ছেলের বেশ কিছু নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। বলা যায়, প্রসেনজিৎ- পুত্রের সরাসরি ইন্ডাস্ট্রিতে পা রাখা, এখন শুধুই সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র মিশুক। ইউরোপে স্কুলজীবন কেটেছে। তার পর দেশে ফেরেন তিনি। স্নাতক ডিগ্রি পেয়েছেন ইতিমধ্যেই। ফুটবল অন্তর প্রাণ তাঁর। ইউরোপে থাকাকালীন নিয়মিত খেলতেন। বিভিন্ন সাক্ষাৎকারে প্রসেনজিৎ আগে জানিয়েছিলেন, মিশুকের যে অভিনয় জগৎ নিয়ে একেবারেই চিন্তাভাবনা নেই, তা নয়। তবে, পড়াশোনা শেষ না করে কর্মজীবন শুরু করবেন না।
