এবার মোমো গেমসের আতঙ্ক মালদাতে। কালিয়াচকের গোলাপগঞ্জের দুইশত বিঘি গ্রামের ১৮বছর বয়সী আকরাম শেখের মোবাইলে মোমো গেমসের ম্যাসেজ। পরপর বেশ কয়েকটি ম্যাসেজ। সেই ম্যাসেজে রয়েছে ১২ঘন্টার মধ্যে উত্তর না দিলে হত্যা করা হবে।এরপরই আকরামের পরিবার কালিয়াচক থানার পুলিশের দারস্থ হয়েছেন। পুলিশ ফোনটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।