এসএসসি দুর্নীতির প্রতিবাদে অর্ধনগ্ন মিছিলের ডাক, শিয়ালদহ থেকে পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা

এসএসসি দুর্নীতির প্রতিবাদে অর্ধনগ্ন মিছিলের ডাক, শিয়ালদহ থেকে পথে নামছেন চাকরিহারা শিক্ষকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো রূপ নিচ্ছে। ২০১৬ সালের এসএসসি দুর্নীতির শিকার চাকরিহারা শিক্ষকরা শুক্রবার শিয়ালদহ থেকে অর্ধনগ্ন অবস্থায় মহামিছিলের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারী শিক্ষকরা।

গত তিন সপ্তাহ ধরে এসএসসি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তারা জানিয়েছেন, এই আন্দোলন চলতেই থাকবে। তার মধ্যেই শুক্রবার অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নামার ঘোষণা, সরকারি নিপীড়নের বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। চাকরিহারা আন্দোলনকারী চিন্ময় মণ্ডল বলেন, “আজকের দুর্নীতিপ্রবণ শিক্ষাব্যবস্থা ও বিচার ব্যবস্থার গাফিলতি আমাদেরকে উলঙ্গ করে দিয়েছে। সেই কারণেই আমরা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদে নামছি।”

বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছ’জন চাকরিহারা শিক্ষিকা কালীঘাটের বাসভবনের সামনে পৌঁছান। কিন্তু অনুমতিপত্র না থাকার কারণে পুলিশ তাদের আটক করে কালীঘাট থানায় নিয়ে যায়।

এই দিনই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় অংশ নিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দেন। তবে শেষ পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।

চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, নিজেদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আরও তীব্র প্রতিবাদের পথে হাঁটবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top