তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বললেন কল্যাণ

তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বললেন কল্যাণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কল্যাণ

তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বললেন কল্যাণ । তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি হুগলি চাপদানি ৪, ১০ এবং ১৭ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর প্রচার এসে একদিকে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বলেন এবং ওদেরকে ভোটের পর ভালোভাবে দাওয়াত দেওয়ার কথা তৃণমূল সাংসদ বলেন।

 

অন্যদিকে রাজ্য বিধানসভা প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর মিমিকিং করে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মঞ্চে দেখিয়ে বলেন আবদুল মান্নান এখন বিরোধী দলনেতা ছিলেন তিনি রাজ্যে কংগ্রেসকে বড় বড় শূন্য করে দিলেন।

 

বিগত বিধানসভায় চাঁপদানি তে বিজেপি প্রার্থী দিলীপ সিং কেউ ভৎসনা করতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে দিলীপ সিং কে আমরা পৌরসভায় ডানকুনিতে হারিয়েছি. তার কিভাবে হিম্মত হয়ে যায় সে বিধায়ক ইলেকশনে চাপদানি তে দাঁড়ায়।

 

বিজেপি-কংগ্রেস বিশেষভাবে রাজ্য বিধানসভা সভায় প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে এক হাত নিয়ে বলেন বাংলাতে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপি-কংগ্রেস আইএসএফ সবাই হাত মিলিয়েছে।

 

নিজের পার্লামেন্টের বক্তব্য কে তুলে ধরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন উনি পার্লামেন্টেও প্রধানমন্ত্রী মোদিকে সম্বধিত করে বলেছিলেন যে আপনারা এত হিন্দু-মুসলিম, দাঙ্গা লাগানোর কথা বলেন , চলে আসুন আমাদের সংসদীয় এলাকা শ্রীরামপুরের রিশ্রা এবং চাপদানি তে সেখানকার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তব চিত্র তুলে ধরবে।

 

আর ও পড়ুন     ভোটের মুখে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

 

চাঁপদানি পৌরসভায়ে বিভিন্ন ওয়ার্ডে নির্দল হিসাবে প্রার্থীদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তাদেরকে পয়সা দিয়ে বিজেপি দাঁড় করিয়েছে তাদের একটিও ভোট দেবেন না।

 

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা , দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করে ভরিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি সঙ্গে আজকের তৃণমূল প্রচার অভিযানে চাঁপদানি পৌরসভা বিদায়ী বোর্ডের চেয়ারম্যান সুরেশ মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top