কান্দির দূর্গাপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ

গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলাদের ভয় দেখিয়ে শ্লীলতাহানি এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কান্দির দূর্গাপুর এলাকায়। ঘটনায় দুজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের।

কান্দির দূর্গাপুর এলাকায় বাসিন্দা ইয়াকুব সেখের অভিযোগ, শুক্রবার গভীর রাতে দুই দুষ্কৃতি মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ের তার বাড়িতে ঢোকে এবং জোরপূর্বক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার স্ত্রী হামিদা বিবি এবং তার দুই মেয়ে টুম্পা খাতুন ও হাসিনা খাতুনের শ্লীলতাহানি করে। পাশাপাশি তাদের সকলকে অকথ্য ভাষায় গালি গালাজ করে বলেও অভিযোগ। ঘটনার সময় তার ছেলে শরিফ সেখ মা ও বোনদের বাচাতে গেলে তাকেও বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এই পর তান্ডব চালানোর পর ওই দুই দুষ্কৃতি তাদের ঘর থেকে একটি বাক্স নিয়ে পালাই বলে অভিযোগ, এই বাক্সের মধ্যে ২০ হাজার টাকা এবং মেয়েদের কানের দুল ও গলার মালা ছিল বলে দাবি পরিবারের। শনিবার সকালে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় ওই দুই দুষ্কৃতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় কালু সেখ ও সারীকুল সেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরা দুজনেই বহরমপুর থানার বাসুদেবখালির নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।