দিনে দুপুরে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার কে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মাধুনিয়া এলাকায়। রবিবার দুপুরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পেয়ার দোকান কমচারী বিপিন পালের ।
স্থানীয় সুত্রে খবর কান্দি থানার রুদ্রবাটি এলাকার বাশিন্দা বছর ৪০ এর বিপিন পাল, স্থানীয় একটি দোকানে কাজ করতো। রবিবার দুপুরে কান্দির মাধুনিয়া এলাকায় একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়ওরা। তারাই খবর দেন ইকান্দি থানায়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত বিপিন পালের পরিবারের সদস্যরা জানিয়েছেন বিপুল পরিমানে বাজারে দেনা হওয়ার কারনে সম্ভবত এটা আত্মহত্যা হতে পারে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
বাইট- রাজা সিংহ, স্থানীয় বাশিন্দা