কান্দি মহকুমার কৃষকদের জন্য বিশেষ ধান্য ক্রয় শিবির

0
154

নিজস্ব সংবাদদাতা,কান্দি, ৫ই ডিসেম্বর :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় কান্দি মহকুমার কৃষকদের জন্য বিশেষ ধান্য ক্রয় শিবিরের আয়োজন করা হল কান্দির আর এম সি ময়দানে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় খাদ্য সাথী প্রকল্পে ২০১৮-২০১৯ খারিফ মরশুমে সরকার ১লা নভেম্বর থেকে রাজ্য জুড়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু করেছে। মুর্শিদাবাদ জেলায় এবছর ধান একটু দেরিতে ওঠায় ধান কেনা শুরু হয়েছে চলতি মাস থেকে। বুধবার কান্দি মহকুমার কান্দি আর এম সি ময়দানে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে একদিনের বিশেষ ধান্য ক্রয় শিবিরের আয়োজন করা হয়, এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পি উল্গানাথন, অতিরিক্ত জেলা শাসক খাদ্য অংশুল গুপ্ত, কান্দি মহকুমা শাসক অভীক কুমার দাস, কান্দির বিডিও নীলাঞ্জন মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন অনুষ্টানে জেলা শাসক জানান দালাল রাজ্ বন্ধ্য করতে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার ধান কিনছে, এবছর ধানের দাম আগের বছরের তুলনায় ২৫০ টাকা কুইন্টাল প্রতি বাড়ানো হয়েছে। এবছর কৃষকরা ধানের দাম পাচ্ছেন কুইন্টাল প্রতি ১৭৫০টাকা