নিজস্ব সংবাদদাতা,কান্দি, ১লা ডিসেম্বর :কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৯শে জানুয়ারি বিগ্রেড সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কান্দি ছায়াপথ সিনেমা হলে । শনিবার কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস উদ্যোগে এই প্রস্তুতি সভা আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায়, কান্দি বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান অপুর্ব সরকার, খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত, কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম সরকার সহ অন্যান্য ব্লকের তৃণমূল ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি ও পৌরসভা তৃণমূল পৌর সদস্যরা । ১৯শে জানুয়ারি বিগ্রেড সভা সঠিক ভাবে পালন করতে এই সভা আয়োজন করা হয় শনিবার।