বিনোদন – ২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর থেকেই রণবীর নিজেকে বদলে ফেলেছেন, বিশেষ করে বাবা হওয়ার পর। এখন তিনি পুরোদস্তুর পারিবারিক মানুষ, স্ত্রী আর মেয়েকেই জীবনের কেন্দ্রবিন্দু করে নিয়েছেন। ২০২২ সালের নভেম্বর মাসে তাঁদের কন্যাসন্তান রাহার জন্ম হয়। দেখতে দেখতে দুই বছরে পা দিয়েছে ছোট্ট রাজকন্যা। আর এই সময়েই ফের নতুন পরিকল্পনার ইঙ্গিত দিলেন রণবীর। দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে কাপুর-ভাট দম্পতির!
বলিউডে এখন বেশিরভাগ তারকাই দুই সন্তানের অভিভাবক হতে চাইছেন। প্রথম সন্তানের জন্মের পর খুব বেশি দেরি না করেই আবার পরিবারের সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। সেই তালিকায় সম্ভবত যুক্ত হতে চলেছেন রণবীর-আলিয়াও। রণবীরের সাম্প্রতিক এক মন্তব্যে এমনটাই ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “খুব শীঘ্রই দ্বিতীয় উল্কি করাব। সেটা হয়তো সংখ্যায় ৮ হতে পারে, অথবা দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।” রণবীরের জীবনের প্রথম ট্যাটু ছিল মেয়ের নাম ‘রাহা’। এবার তাঁর এই নতুন উক্তি দ্বিতীয় সন্তানের আগমনের আভাস দিচ্ছে বলে মনে করছেন অনুরাগীরা।
শুধু রণবীরই নন, কিছুদিন আগে আলিয়াকেও দ্বিতীয় সন্তান প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছিল। দুজনের ইঙ্গিত মিলিয়ে জল্পনা আরও জোরাল হচ্ছে— তবে কি খুব শীঘ্রই রাহার ভাই বা বোন আসতে চলেছে? এদিকে, এই মুহূর্তে রণবীর ও আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। এছাড়া, ‘ব্রহ্মাস্ত্র ২’-তেও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় দম্পতিকে। তবে এখন অনুরাগীদের নজর তাঁদের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের দিকেও!
