
আফগানিস্তানের কাবুলের ( Kabul ) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চলছে একের পর এক রকেট হামলা। সূত্রের খবর, কাবুলের ( Kabul ) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে খোরশিদ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে রকেট হামলা চালানো হয়। লব-জর এলাকায় বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৬.৪০ মিনিটে অন্তত ২ টি রকট ছোঁড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে।
এরপর আরও ৩ টি রকেট হামলা চলে বলেই খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় ব্মানবন্দর লাগোয়া গোটা এলাকা। তবে রকেট হামলার জেরে এখনও কোনও মৃত্যু হয়নি বলেই জানা যাচ্ছে। তবে রকেট হামলায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।
আর ও পড়ুন ফের সমালোচনা উঠে এলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল ( Nobel )
কাবুলের ( Kabul ) হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত জমায়েত সরিয়ে দিয়েছে তালিবানরা। বিমানবন্দরে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে তালিবানরা। যদিও তাদের দেওয়া ডেডলাইন ৩১ আগস্টের পরও আফগানরা চাইলে দেশ ছাড়ত পারে, এই ছাড়পত্র দিয়ে রেখেছে তালিবানরা। তাই আফগান নাগরিকরা অনেকেই কাবুল ছাড়তে চাইছেন। আতঙ্কে রয়েছে অধিকাংশ আফগানরা।
উল্লেখ্য, গতকাল আমেরিকার ড্রোন অ্যাটাকের জেরে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়। যাঁর মধ্যে ৬ জন শিশুর মৃত্যু হয়। মার্কিন নৌসেনার ক্যাপটেন বিল আরবানের কথায়, ‘নাগরিকদের সুরক্ষার স্বার্থেই ওই ড্রোন হামলা চালানো হয়েছিল, নয়তো কাবুল বিমানবন্দরে অনেক বড় নাশকতা ঘটতে পারত। তবে ওই হামলায় সাধারণ নাগরিকদেরও প্রাণহানি ঘটায় আমরা দুঃখপ্রকাশ করছি।’