নিজস্ব সংবাদদাতা,দৌলতাবাদ, ১৯শে নভেম্বর :এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার l ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বাজার সংলগ্ন এলাকায়। মৃতার নাম আশরাফন খাতুন (১৪)।জানাজায় রবিবার বিকেলে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান প্রনয় ঘটিত কারনের তার মৃত্যু হয়েছে কিশোরীর l