নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ২৯শে নভেম্বর :সাত সকালে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকায়।
বৃহস্পতিবার সকালে ভবানীপুর এলাকায় রাস্তা সংলগ্ন মাঠে গলায় ফাস লাগানো অবস্থায় এক কিশোরীর মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই কিশোরীকে অন্যত্র খুন করে এখানে ফেলে পালিয়েছে দুষ্কৃতিরা, কি কারনে খুন তার তদন্ত করছে পুলিশ। মৃতার কোন পরিচয় পাওয়া যায়নি।