ডাকাতির আগে আগ্নেয় আস্ত্র সহ গ্রেফতার ডাকাত দল। দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার কৈখালী এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে ছয় ডাকাতকে। ধৃতদের কাছে থেকে মোট পাঁচটি বন্দুক নয় রাউন্ড গুলি ও সাতটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের যৌথ উদ্যোগে কৈখালী এলাকা ঘিরে ফেলে। পুলিশ সূত্রে খবর মোট সাত জনের ডাকাত দল ছিল। ছয়জনকে গ্রেফতার করলে ও নিমায় হালদার নামে একজন ডাকাত পালিয়ে যায়। ধৃত বিপ্লব মণ্ডল, পাপান মণ্ডল, রাহুল চৌকিদার, রবীন্দ্রনাথ সাপুই, সুজন দাস ও সৌরভ হালদার। এদের সকলেই সোনারপুর বারুইপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে আরও যানা যায় পলাতক নিমাই হালদার এর বাড়ি কুলতলি এলাকাতে। তার বাড়িতে গিয়ে উঠেছিল এই ডাকাত দল। এরা সবাই মিলে ঝরখালির এলাকায় ডাকাতি করতে যাবে বলে পরিকল্পনা করেছিলো। কিন্তু শেষে কৈখালী গেস্ট হাউসে ডাকাতির পরিকল্পনা নিয়েছিল। পুলিশ সূত্র মারফৎ খবর পেয়ে সঙ্গে সঙ্গে কৈখালী তে হানা দেই। সেখান থেকে আগ্নেয় আস্ত্র সহ এই ছয়জনকে গ্রেফতার করে। তবে পুলিশের দাবী পলাতক নিমায় হালদারের কাছে ও আগ্নেয় আস্ত্র আছে তার খোঁজে তল্লাসি চলছে। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।