কেকেআরের ম্যাচ জয়ের রহস্য ফাঁস করলেন কিং খান!

কেকেআরের ম্যাচ জয়ের রহস্য ফাঁস করলেন কিং খান!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে বড় রানে হারানোর পর রাহানে এবং তাঁর দলকে প্রশংসায় ভরিয়ে দেন শাহরুখ খান। সোমবার ইডেনে হাজির ছিলেন না কিং খান। ব্যস্ততার জন্য আসতে পারেননি। কিন্তু নাইটদের উদ্দেশে লম্বা-চওড়া বার্তা পাঠান বলিউডের বাদশা। যা ম্যাচের পর ড্রেসিংরুমে পড়ে শোনান ভেঙ্কি মাইসোর।মজার ছলে কেকেআরের সিইও শাহরুখের ভঙ্গিতেই সেই মেসেজ পড়ার চেষ্টা করেন। ভেঙ্কি মাইসোর বলেন, ‘বস ম্যান লম্বা একটা বার্তা পাঠিয়েছে। আমাকে বলেছে তোমাদের পড়ে শোনাতে। তাই আমি ওর মতো করেই সেই মেসেজ পড়ে শোনানোর চেষ্টা করব। শাহরুখ বলেছে, এরকম ম্যাচ জেতার রহস্য হল, ম্যাচের আগের দিন টিম মিটিংয়ের সময় আমাকে পর্দায় আসতে হবে। আমরা চ্যাম্পিয়নদের মতো খেলেছি।’



ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাটে ভর করে দুশো রানে পৌঁছয় নাইটরা। তবে অজিঙ্ক রাহানে এবং রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেন কিং খান। বলেন, ‘সবাই খুব ভাল খেলেছো। অঙ্গকৃষ রঘুবংশীকে অভিনন্দন। অজিঙ্ক রাহানেও দুর্দান্ত। অধিনায়কের ইনিংস। ভেঙ্কটেশ আইয়ার ভবিষ্যতের কথা বেশি ভেবো না। শুধু ক্রিজে থাকার সময়টা উপভোগ করো। রিঙ্কুকে হাসতে দেখে খুব ভাল লাগছে। তুমি চ্যাম্পিয়ন।’ বোলারদেরও নিরাশ করেননি ফ্র্যাঞ্চাইজির মালিক। তাঁদের জন্যও ছিল প্রশংসা। শাহরুখ লেখেন, ‘বোলাররাও খুব ভাল খেলেছে। সুনীল এবং বরুণকে একসঙ্গে বল করতে দেখা ম্যাজিকাল। তোমাদের পেয়ে আমরা ভাগ্যবান। হর্ষিত রানা ভাল ক্যাচ নেওয়ার পাশাপাশি দারুণ বল করেছো। বৈভব, তুমি আজকের স্টার।

পরিকল্পনামাফিক খেলেছো। আন্দ্রে, মঈন ভাই রমনদীপ সিংকেও অভিনন্দন। এই ম্যাচ থেকে একটাই শিক্ষা, কুইনির (কুইন্টন) কথা শুনতে হবে। শুভেচ্ছা রইল। তোমাদের সঙ্গে পার্টি করতে পারলে ভাল লাগত। শীঘ্রই তোমাদের সঙ্গে যোগ দেব। সবার জন্য ভালবাসা রইল।’ ইডেনে উদ্বোধনী ম্যাচে হারের সাক্ষী থেকেছেন কিং খান। দুটো অ্যাওয়ে ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন না। মুম্বইয়ের কাছে হারের পর ঘরের মাঠে হায়দরাবাদ ম্যাচেও আসেননি। তবে মাঠে হাজির না থাকতে পারলেও, নাইটদের সবসময় মোটিভেট করছেন। ম্যাচের আগে অনলাইনে টিম মিটিংয়ে থাকার পর এবার লম্বা বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি মাঠে না থেকেও আছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top