কেরলের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে,এই মুহূর্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৫৮টি দল কাজ করছে

কেরলের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বৃষ্টি থেমেছে। জল নামতে শুরু করেছে বেশকিছু জায়গায়। তবে এর্নাকুলাম ও ত্রিশূরের বহু জায়গাই এখনও জলের তলায়। এরমধ্যেই মৃত্যুর সংখ্যা প্রায় চারশো ছুঁইছুই। বর্ষণের জেরে প্রবল সঙ্কটে পড়েছে রাজ্যের পর্যটন শিল্পও।
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপকূল রক্ষী বাহিনী। কেরালার থিরুভাল্লায় আটকে পড়া একের পর এক দুর্গত বৃদ্ধাকে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। কেরলে মোট চার বাহিনীর নেতৃত্বে চলছে উদ্ধার কাজ।

 

এই মুহূর্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৫৮টি দলও কাজ করছে। উদ্ধারকাজ চালাচ্ছে ৬৭টি হেলিকপ্টার, ২৪টি বিমান,  ৫৪৮টি মোটর বোট। এছাড়া প্রচুর লাইফ জ্যাকেট, বয়া,  রেনকোট, গামবুট ইত্যাদি সরঞ্জাম পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে।